মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


জীবনের সফলতা মিলবে কুরআন-সুন্নাহর অনুসরণে: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের বিখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল সোমবার (৫ মে) ফয়সালাবাদের ইউনিভার্সিটি অব এগ্রিকালচারে ইসলামি শিক্ষা ও রাসুলুল্লাহ সা.-এর জীবনশৈলী নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন, যা দুনিয়া ও আখেরাতে সফলতার চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

মাওলানা তারিক জামিল বলেন, কুরআন ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করলে ব্যক্তি ও সমাজ উভয়েই সফলতা অর্জন করতে পারে।

সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে সততা ও ন্যায়পরায়ণতা অবলম্বন করা উচিত, যা ইসলামের মৌলিক শিক্ষা।

শিক্ষার উদ্দেশ্যের কথা জানিয়ে বিখ্যাত এই দাঈ বলেন, শুধু দুনিয়াবি উন্নতির জন্য নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক চরিত্র গঠনের জন্য শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে।

তারিক জামিল বলেন, তরুণ প্রজন্ম যদি রাসুলুল্লাহ সা.-এর পথ অনুসরণ করে, তবে তারা আগামী দিনের মহান নেতা হতে সক্ষম।

এই বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির শান্তি, ঐক্য ও উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ