শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

বোরকা পরে ইজতেমার বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা, যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema_bideshiআওয়ার ইসলাম: টঙ্গীর বিশ্ব ইজতেমার ২য় পর্বের আগের দিন বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে আলী মুন্সী (২৭) নামের এক যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। সে চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকার মকবুল হোসেন মুন্সীর ছেলে। পুলিশ ওই যুবককে মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে।

জানা যায়, ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশের বিদেশি খিত্তায়  বৃহস্পতিবার বিকেলে আলী মুন্সী প্রবেশের চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার কিছু সময় পর ওই যুবক বোরকা পরে পুনরায় বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা করে।

বোরকা পরে ইজতেমা ময়দানে তাকে আসতে দেখে নিরাপত্তা কর্মী ও অন্যান্য মুসল্লিদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। পরে তার মুখের কাপড় সরিয়ে মুসল্লিরা নিশ্চিত হয় আটককৃত একজন পুরুষ। রাতে খবর পেয়ে পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে আসে।

টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। সে পাগলের মতো আচরণ করছে ও কথা বলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ