বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


গোসলের পর কী অজু লাগে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Waju

আওয়ার ইসলাম : গোসলের পর অজু লাগে কি না তা নিয়ে দ্বিধায় ভোগেন অনেকে। কেউ অজু করেন আবার কেউ অজু করেন না। কিন্তু আসলেই ইসলামের বিধান কী? এ ক্ষেত্রে ইসলামের বিধান হলো, নিয়মতান্ত্রিকভাবে গোসল করলে তাতেই পবিত্রতা অর্জন হয়। এই পবিত্রতাই নামাজের জন্য যথেষ্ট। গোসলের পর অজু ভঙ্গ হওয়ার কোন কারণ না হলে নামাজের জন্য নুতন করে অজু করার কোন প্রয়োজন নেই; বরং তা অপচয়ের শামিল।

সূত্র : মুফতী মুতীউর রাহমান, এ যুগের মাসায়েল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ