বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


মাসবুক যদি ইমামের সঙ্গে সালাম ফিরিয়ে ফেলে...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Namaj

আওয়ার ইসলাম : একজন লোক এশার নামাজ ইমামের সাথে এক রাকাত পায় নি, তিন রাকাত পেয়েছে। কিন্তু ভুলে সে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলেছে। সালাম ফেরানোর পর তার স্মরণ হলো যে, সে মাসবুক। তখন তার করণীয় কী?
উত্তর হলো, যদি অসর্তকতা বশত বা ভুলে ইমামের সাথে বা ইমাম সালাম ফেরানোর পূর্বে সালাম ফেলে তাহলে দেরি না করে সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজ আদায় করবে। সিজদা সাহু করতে হবে না। যদি ইমামের সালাম ফিরানোর পর দেরি করে সালাম ফিরায় তবে সিজদা সাহু করতে হবে। আর যদি উক্ত মাসবুক মনে করে যে, ইমামের সাথে সালাম ফিরাতে হবে তাই সে ইচ্ছা করেই সালাম ফেরায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।

উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ