বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

রমজানে আমিরাতে দানশীলতা হাতেম তাঈকেও ছাড়িয়ে যায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: আরব আমিরাতের বাসিন্দারা রমজান শুরু হতে না হতেই দসতরখান সাজানো শুরু করে দেয়। বাড়ি আঙ্গিনায়, রাস্তার মোড়ে, মসজিদ মাদরাসায় কিংবা প্রসাশন কর্তৃক নির্ধারণ করে দেওয়া জায়গায় ইফতারি ও সাহরিহ ব্যবস্থা করেন।

খালিজ টাইমস এর খবর অনুযায়ী, আবুধাবির পাহাড়ি এলাকার এক বাঙলোতে দানশীল এক ব্যক্তি রমজান উপলক্ষ্যে প্রতিদিন ৫০০০ হাজার প্যাকেট বিরানি ফ্রি বিতরণ করেন। গত ১১ বছর ধরে এই চলতে এই দান।

এই ইভেন্টের মাধ্যমে আমিরাতে কর্মরত অন্যান্য দেশের মুসলমানরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে। যেই তালিকায় ভারত, পাকিস্থান, বাংলাদেশের মানুষই বেশি রয়েছেন। মাগরিবের আজানের পূর্বে ওই ব্যক্তি বাঙলোর কাছে চলে আসেন এবং ফ্রিতে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন।

সেখানে ইফতারি সংগ্রহকারীরা বলেন, আমরা এগারো বছর ধরে এখানে ইফতার সংগ্রহ করি।এই ইভেন্ট অর্গানাইজারের নাম আব্দুল কাদের। একটি ক্যাটারিং কোম্পানির মালিক তিনি।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ