বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

মন্দিরে ৪০০ জন মুসলিমের জন্য ইফতারের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গরুর গোশত কেনা সন্দেহের কারণে যে দেশে মুসলিমকে হত্যা করা হয় সেখানে রমজান উপলক্ষ্যে সম্প্রীতির খবর পাওয়া গেল। মুসলিমদের জন্য ইফতারের আয়োজন করল ভারতের কেরালার এক মন্দির।

কেরালার মলপ্পুরমের লক্ষ্মী নরসিমহা মুর্তি বিষ্ণু মন্দির কর্তৃপক্ষ এই অভিনব ইফতারের আয়োজন করে।

জানা গেছে, গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়েছে। চলবে ৪ জুলাই পর্যন্ত। প্রায় ৪০০ জন ইসলাম ধর্মাবলম্বীর পাশাপাশি ১০০ জন ভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ইফতারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্যযোগ্য বিষয়, মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসাবে পরিচিত ভেট্টিচিরায় অবস্থিত এই মন্দিরের সংস্কারের জন্য প্রায় ৩০০ মুসলিম পরিবার মুক্তহস্তে দান করেছে।

মন্দির কমিটির সম্পাদক পি টি মোহনন জানিয়েছেন, "ধর্মীয় সম্প্রীতির আবহে বড় হয়েছি আমরা। মানবিকতাই আমাদের মূলমন্ত্র, ধর্ম নয়। প্রত্যেকেরই নিজের ধর্ম অনুসরণ করার অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় যে অন্য ধর্মের মানুষের প্রতি আমরা সহানুভূতিশীল হব না। অন্য ধর্মের মানুষের প্রতি সৌহাদ্রতা কেন দেখাব না?"

তবে এত মানুষকে একসঙ্গে ইফতারি করানোর মতো জায়গা ছিল না মন্দিরের। তাই মন্দিরের পাশেই এক শিক্ষকের মাস্টারের বাড়িতেই সবাইকে ইফতারি দেওয়া হয়। সাধ্য-সহ একাধিক মালয়ালি নিরামিষ খাবার ছিল সেই ইফতারিতে।

মোহনন আরও জানিয়েছেন, এই ইফতারে অংশগ্রহণ করার জন্য কারও মনে সংশয় ছিল না। প্রত্যেক পরিবারকে আগে থেকেই নিমন্ত্রণ জানানো হয়। কিন্তু ধারণার চেয়ে বেশি মানুষ এই অভিনব ইফতারে অংশগ্রহণ করেন।

হিন্দু থেকে গোপনে মুসলিম হওয়ার পর যেভাবে রোজা রাখতেন অপু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ