বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আজ রাতেই আ.লীগের বিষয়ে ফয়সালা হবে:নাহিদ ইসলাম আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা

মসজিদে নববীর তারাবিতে মুসল্লির ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া হারুন: পবিত্র রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য সেরা দান। ছওয়াব অর্জনের ভরা বসন্ত। এ সময় ধর্মপালনের দিকে মুসলমানদের একটু বেশি ঝুঁকতে দেখা যায়। পাঁচ ওয়াক্ত নামাজ, রোজাসহ তারাবি পড়ার প্রতি ঝোঁক দেখা যায়। তারাবি পড়ার জন্য বয়স্ক থেকে শুরুকরে শিশুরাও মসজিদে গিয়ে ভিড় জমান। আর সে মসজিদ যদি হয় রাসূল সা: এর তৈরি ঐতিহাসিক মসজিদ তাহলে তো কথাই নেই।

রমজান উপলক্ষে সেখানে দর্শণার্থীর সংখ্যা সারা বছরের তুলনায় বহুগুণ বেড়ে যায়।মসজিদে নববীতে ছয় লাখ হাজির স্থান সঙ্কুলানের কথা বলা হলেও হজের সময় ১০ লাখের বেশি লোক সেখানে একসঙ্গে জমায়েত হন। চলতি রমজানের প্রথম তারাবি নামাজে মসজিদে নববীতে কয়েক লাখ মুসল্লি একসঙ্গে অংশ নিয়েছেন।
দিনের বেলা ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে মসজিদে নববীতে উপস্থিত হচ্ছেন দর্শণার্থীরা। এরপর মসজিদে নববীর একপাশে বসে তারা ইফতার করছেন।

দর্শণার্থীদের কথা বিবেচনা করে সরকারিভাবে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদের বাইরে আলোর ব্যবস্থা, ভিতরে এসি চালু করা হয়েছে। বিশেষ করে রমজান ও হজ মৌসুমে হজযাত্রীদের কথা বিবেচনা করে এ ব্যবস্থা করা হয়।

মসজিদে নববী স্বয়ং ইসলামের নবী মুহাম্মদ সা. নির্মাণ করেছেন । মদীনায় হিজরতের পর সেখানে নামাজ আদায় করেছিলেন তিনি। পরে আরও অনেকেই মসজিদটি পুনর্নির্মাণ করেছেন। স্মরণযোগ্য যে মসজিদে নববীতে বিশ রাকাত তারাবি হয় ।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ