বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করেছি: সারজিস আলম

মানসিকভাবে বিপর্যস্ত ফরহাদ মজহার; ভর্তি হলেন বারডেমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি ও কলামিস্ট ফরহাদ মজহার শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দুপুরে আদালতের আদেশে মুক্তি পাওয়ার পর রাতে তিনি বারডেমে ভর্তি হয়েছেন। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার ও মেয়ে সম্তলী হক এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, আদালত থেকে ফরহাদ মজহারকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়বেটিস এবং হৃদরোগে ভুগছিলেন। চোখ বাঁধা অবস্থায় গত দুই দিনের বিভীষিকাময় পরিস্থিতিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবেও তিনি ভীষণ বিপর্যস্ত।'

ফরহাদ মজহার সুস্থ ও স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত ডাক্তারগণ তাকে নিবিড় পরিচর্যায় থাকতে বলেছেন এবং কথা বলতে নিষেধ করেছেন বলে জানান তারা।

তিনি সুস্থ হলে পরবর্তীতে মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ফরিদা আখতার ও সম্তলী হক দেশ, জাতি ও গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ফরহাদ মজহারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সোমবার ভোরে শ্যামলীর বাসা থেকে তিনি বের হওয়ার পর নিখোঁজ হন। পরে রাতে যৌথ বাহিনীর অভিযানে যশোরের নাওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।

যেভাবে উদ্ধার হলেন ফরহাদ মজহার

আদালতে মুক্ত ফরহাদ মজহার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ