বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের সংলাপ: ৭ দফা ঐকমত্য ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: তিন দিনে ভারতীয় ১৬ ড্রোন ভূপাতিত নারী কমিশন বাতিল না করা সরকারের জন্য অমঙ্গলজনক: খেলাফত মজলিস মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন

চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা বাড়াতে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশনের ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চিকুনগুনিয়া প্রতিরোধ ও মোকাবেলায় সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে রাজধানীতে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর কর্মীরা জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এ জনসচেতনতা কার্যক্রম চালানো হয়। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর কর্মীরা একটি স্বাস্থ্য বার্তা লিফলেট বিতরণ করেন।

চিকুনগুনিয়া জ্বরের বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে এবং এ রোগ নিয়ে জনসচেতনতা তৈরি করতে তারা দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রচারণা চালান।

বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর আহবায়ক এইচ এম এনামুল হক এর পরিচালনায় প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি মা্ওলানা ইমতিয়াজ আলম বলেন, আমরা চিকুনগুনিয়া প্রতিরোধে এ প্রোগ্রামে অংশগ্রহন করেছি। বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর কর্মীরা বিভিন্ন রাস্তায় প্রতিটি বাড়িতে যাচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। বাসা বাড়িতে এডিস মশা ডিম পারতে পারে এমন কোনো জায়গা থাকলে কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি তা ধ্বংস করার।

সংগঠনের চেয়ারম্যান শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী বলেন, জনসেচেতনতা বৃদ্ধির জন্য আমরা সরাসরি মানুষদের সঙ্গে কথা বলছি, তাদের লিফলেট দিচ্ছি, এলাকায় কোন ডোবা নালায় জমে থাকা পানি থাকলে সেগুলো নষ্ট করছি, সিটি কর্পোরেশন এডিস মশা নিধনে ওষুধ দিচ্ছে। আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকলে রোগটি ছড়াবে না।

দক্ষিণ ঢাকায় দুই তিন সপ্তাহে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করা যাবে: সাঈদ খোকন

মানবাধিকার কর্মী মা্ওলানা ফখরুল ইসলাম এই জনসচেতনতামূলক কার্যক্রমে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর কর্মীদের সঙ্গে অংশগ্রহণ করেন।

আরো উপস্থিত ছিলেন সার্ক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ উমর ফারুক, কাজী যোবায়ের, সাংবাদিক তানজিল আমির, আল ইহসান ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মা্ওলানা আব্দুল হাকিম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এই সামাজিক কর্মসূচীতে অংশ গ্রহন করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ