সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মাওলানা গুলাম মুহাম্মাদ ওস্তানভী রহ. যেনো একটি প্রতিষ্ঠান শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’

বাংলাদেশে প্রথম জোড়াশিশুর সফল অস্ত্রপচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে আলাদা করতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক দল বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়।

ঢাকা মেডিকেলের শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কানিজ হাসিনা শিউলি এসব তথ্য জানান।

তিনি জানান, তাদের সফলভাবে আলাদা করা হয়েছে, তারা এখন ভালো আছে। কিন্তু ৬ মাস তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

জানা গেছে, দুই দফায় এ জোড়া শিশুর অস্ত্রোপচার হয়। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা ও পরবর্তীতে সাড়ে ৪টা পর্যন্ত অস্ত্রোপচার চলে।

প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি সাংবাদিকদের জানান, সকাল ৮টায় জরুরি বিভাগের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার শুরুর পর বেলা আড়াইটায় শেষ হয়। ওরা দুজন এখন আলাদা। দুজনের অবস্থাই স্থিতিশীল। এখনও কিছু রিপেয়ারের কাজ বাকি আছে। আরও দুই-তিন ঘণ্টা সময় আমাদের লাগবে।

তিনি আরও জানান, এই বাচ্চাদের স্বাভাবিকের চেয়ে অনেক পাতলা একটা পর্দা ছিল পায়ুপথে।

অপারেশনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক ধাপ লাগবে বলে জানান তিনি।

ডাঃ কানিজ হাসিনা শিউলি বলেন, আগেও কিছু শিশু সেপারেশনের কাজ হয়েছে, কিছু সেপারেশনের কথা আমি শুনেছি। কিন্তু এটা সব থেকেই আলাদা। এই কাজটি করতে গিয়ে আমি সিনিয়র থেকে শুরু করে সকলের সহযোগিতা পেয়েছি। সবার সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে 'পাইগোপেগাস' শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ