বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


পেয়ারকে নিয়ে যমুনা টিভি‘র অনুসন্ধানী প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউটিউবার আহসান হাবিব পেয়ারকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে যমুনা টিভি। ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি নামের অনুষ্ঠানটি শুক্রবার রাত ৯টার পর প্রচারিত হয়।

গত ২ আগস্ট রাজধানীর খিলগাঁও থেকে আহসান হাবিব পেয়ার (২৫) কে গ্রেফতার করে পুলিশ।

তার নামে পীর সেজে ‘জ্বিন তাড়ানোর’ নাম করে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগ আনা হয়। এমনকি গরিব মানুষকে টাকা দেয়ার নাম করে তিনি হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা।

এতদিন প্রমাণ ছাড়া এসব কথা বলা হলেও আহসান হাবিবের ভক্তরা সেটি বিশ্বাস করেননি। তবে যমুনা টিভির এ অনুসন্ধানের পর সেই সন্দেহ আর থাকছে না তাদের কাছে।

প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সতেচন ফেসবুকাররা এটি শেয়ার করছেন। পাশাপাশি তারা এমন মানুষদের থেকে সাবধানতা অবলম্বনের জোর তাগিদও করছেন।

তাদের মতে, পেয়ার লেবাসে আলেমধারী হলেও বাস্তবে তা নয়। সে মাদরাসায়ও ঠিকমতো পড়ালেখা করেনি। বহিস্কার হয়েছে হাটহাজারী মাদরাসা থেকে। তাকে পীর বা ইসলামি বানিয়ে ইসলামের প্রতি অভিযোগ নয় বরং তার অপকর্মকে অপকর্ম হিসেবে দেখে শাস্তি দেয়া হোক। যাতে আর কেউ এ ধরনের প্রতারণা কখনো না করতে পারে।

আহসান হাবিব পেয়ারের ব্যাপারে যা জানা যাচ্ছে


সম্পর্কিত খবর