কাশ্মীরে হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) দুজনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে রুবিও ২২ এপ্রিল পহেলগামে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে হামলার তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনালাপে মার্কো রুবিও নয়াদিল্লির প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি, ভারত যে অভিযোগ করেছেপেহেলগাম হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং সে প্রেক্ষিতে প্রতিশোধের হুমকি দিচ্ছে—এ বিষয়ে সংযত আচরণের পরামর্শ দেন তিনি।
ট্যামি ব্রুস আরও জানান, মার্কো রুবিও হামলায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া, উত্তেজনা প্রশমনে ও দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান, যেন পাকিস্তানের সঙ্গেও গঠনমূলক সহযোগিতায় যুক্ত থাকা যায়।
এনএইচ/