সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭


বিশ্ব ইজতেমার বৈঠক নিয়ে যা বললেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুনরাবৃত্তি যেন না ঘটে, সে লক্ষ্যে তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেছে ধর্ম মন্ত্রণালয়। 

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক জানান, “আজকে এখানে ধর্মীয় একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি, বিগত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সামনে আবার ইজতেমা, সময় খুব বেশি নেই। যেন আর কোনো সংঘাত তৈরি না হয়, সে লক্ষ্যেই তাবলিগের দুই পক্ষের লোকজন ও আলেম-ওলামারা এখানে এসেছিলেন।”

তিনি আরও বলেন, “কথাবার্তার মাধ্যমে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা উভয় পক্ষের কথা শুনে একটি স্থায়ী সমাধান ও সমন্বয়ের চেষ্টা করবেন। আমরা আশাবাদী, ভবিষ্যতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কোনো সংঘাতমূলক পরিস্থিতি আর তৈরি হবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ