বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


কাল আল-আমিন সংস্থা’র ৩ দিনব্যাপী তাফসীর ও কেরাত মাহফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বৃহত্তর চট্টগ্রোমের ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আল্লামা শাহ আহমদ শফী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন ও কেরাত মাহফিল আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা হতে হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে শুরু হবে।

মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েন, সংস্থার যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল সিকদার।

তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, প্রধান আলোচক আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মাহমুদ মাদানী ভারত, হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।

মাহফিলে  সভাপতিত্ব করবেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

৩দিন ব্যাপী সম্মেলনের ১ম দিন বুধবারে অনুষ্ঠিত হবে কেরাত মাহফিল। প্রধান কারী হিসেবে উপস্থিত থাকবেন,  দারুল উলুম দেওবন্দের কেরাত বিভাগীয় প্রধান আল্লামা কারী আব্দুর রউফ বুলন্দশহর।

আরও তেলাওয়াত করবেন কারী আহমদ বিন ইউসুফ আল আযহারী, মাওলানা কারী নাজমুল হাসান, কারী এ.কে. ফিরোজ, কারী মনজুর আহমদ,কারী সাইদুল ইসলাম আসাদ, কারী সৈয়দুল আনোয়ার, কারী আমজাদ,কারী শহিদুল ইসলাম, হাফেজ তরীকুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ আল মামুন,শিশু কারী আবু রায়হান, শিশু কারী মাহমুদ, হাফেজ জাকারিয়া,হাফেজ ছাইফুর রহমান তকী, হাফেজ সা’দ সুরাঈম প্রমুখ।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বয়ান করবেন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাসান জামীল,মাওলানা শুয়াইব,মাওলানা মুহাম্মাদ, মাওলানা আবু আহমদ,মাওলানা আব্দুচ্ছমী, মুফতী রাফি বিন মুনীর, মাওলানা নাজির আহমদ প্রমুখ।

সমাপনী দিবস ২৯ ডিসেম্বর শুক্রবার বয়ান করবেন মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মুফতী সোলায়মান, মুফতী রাশেদ, মুফতী আবু সাঈদ,মাওলানা আনাস মাদানী, মাওলানা শেখ আহমদ,মাওলানা ইসমাঈল খান মেখলী,মাওলানা আব্দুল বাসেত খান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ