বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

মোদি কেন শুধু মুসলিম নারীদের ব্যাপারেই উদ্বিগ্ন? প্রশ্ন মাহমুদ মাদানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সাইয়িদ মাহমুদ আসআদ মাদানী আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতে তিন তালাক সম্পর্কে সদ্য বিল পাশ হওয়া বিতর্কিত রায়ের ব্যাপারে বলেন, তিন তালাকের ব্যাপারে কৃত সিদ্ধান্ত আইনত বৈধ হতে পারে না৷ এর কোনো যৌক্তিকতা নেই৷ শরীয়তের বাইরে এর কোনো সমাধান হতেই পারে না৷ আর পাশ হওয়া বিল শরীয়ত সম্মতও না৷ তাই এই বিল নাকচ করা সরকারের কর্তব্য৷

তিনি বলেন, তিন তালাককে আজ-কাল এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যেনো প্রতিটি জন্মগত শিশুকেই তিন তালাক দেয়া হচ্ছে৷ আর প্রকৃত অবস্থা আড়াল করা হচ্ছে৷ অথচ তিন তালাক কেনো বরং স্বাভাবিকভাবে তালাক দেয়াটাই তো শরীয়তে অপছন্দনীয়৷ শরীয়ত তো এটার বৈধতা দিয়েছে কেবল অপারগতার সময়৷ তো মুসলমানগণ অপারগতার সময় যেই অপশনটি বেছে নিয়ে সুখের জীবন কাটাবে সেটাকে অযৌক্তিক সাব্যস্ত করে তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করা হচ্ছে নাকি উল্টো কষ্ট তাদের উপর আরো চাপিয়ে দেয়া হচ্ছে?

তিনি আরো বলেন, তালাক তো কেবল মুসলমামদেরই একক কোনো মাসআলা নয়৷ এটা তো একটি ব্যাপক মাসআলা৷ অন্যান্য ধর্মের মাঝেও ডিভোর্স নামে যার প্রয়োগ আরো বেশি দেখা যায়৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কী হলো? তিনি কি তাহলে মুসলমানদের প্রতিই দয়াশীল? মুসলিম নারীদের ব্যাপারেই তিনি কেবল উদ্বিগ্ন? অন্যান্য ধর্মের কথা কেনো আলোকপাত হচ্ছে না?

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অনেক পাল্টে গেছে৷ স্বাভাবিক পর্যায়ে দেশ চলতে পারছে না কিছু মতলববাজদের কারণে৷ তারা নিয়ম-কানুন সব নিজেদের হাতে তুলে নিয়েছে৷ জোর যার মুল্লুক তার অবস্থা বিরাজ করছে দেশের মাঝে৷ জাতি এই দুর্দশা থেকে মুক্তি চায়৷ একটু স্বস্তির শ্বাস নিয়ে বাঁচতে চায় এ দেশের মানুষ৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ