শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


রাজধানীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ওই ডাকাতের নাম জহিরুল ইসলাম। এ সময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

দক্ষিণখান থানার সহকারী এএসআই নান্নু খান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার পাঁচ ডাকাত সদস্যের মধ্যে একজনকে (জহিরুল) নিয়ে রাতে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি শুরু করেন। পরে পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলিতে জহিরুল গুলিবিদ্ধ হন। পরে শুক্রবার ভোর ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি বলেন, এর আগে দুপুরে জহিরুলকে গ্রেপ্তারের সময়ও একটি পিস্তল উদ্ধার করে স্থানীয়রা। পরে পিস্তলটি জব্দ করে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ