বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


শবে-ই বরাতের ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী

ছলছল জলধারা তল পড়ে আজ
টলটলে অশ্রুতে মুখভরা লাজ

অবনত শীর ওই ধীর হয় ধীর
পাপের প্রাচীর আজ হবে চৌচির।

দূর হতে জীবনের সব কালো রাত
এসেছে ক্ষমার রাতি শবে-ই বরাত।

হাত তুলেছি প্রভু হাত তুলেছি
হৃদয়ের জানালা দ্বার খুলেছি।

ঘুচে দাও মুছে দাও আঁধারের দাগ
প্রাণবাঁশি পাক ফিরে তব অনুরাগ।

যতদিন বাঁচি এই নিখিল ধরায়
তব স্নেহ থাকে যেন ছায়ায় জড়ায়।

এই ভিখ মাগি প্রভু তোলে দুই হাত
ফিরিয়ো না আজকে যে শবে-ই বরাত।

দীদার মাহদী’র ছড়া- বাধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ