বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করেছি: সারজিস আলম নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার-২ মদিনার মুসাফিরদের প্রতি বিনীত নিবেদন ফরিদপুর ভাঙ্গা থানায় ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

ত্রিপোলির নির্বাচন কমিশনে আত্মঘাতী বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আত্মঘাতী হামলাকারীসহ একদল সন্ত্রাসী বুধবার আকস্মিভাবেই লিবিয়ার ত্রিপোলিতে নির্বাচন কমিশনে হামলা চালায়। তাতে ১২ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, তারা ভবনটিতে আগুনও ধরিয়ে দেয়। নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর বলেছেন, নিরাপত্তা বাহিনী যখন ভবনটির নিয়ন্ত্রণ গ্রহণের জন্য এগিয়ে আসেন তখন জঙ্গিদের সঙ্গে তাদের বন্দুক যুদ্ধ শুরু হয়ে যায়।

এই হামলার দায় কেউ স্বীকার করেননি বা কারা কারা নিহত হয়েছেন তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। লিবিয়ার গত কয়েক বছরের রাজনৈতিক বিভাজন ও দ্বন্দ্ব অবসান করে দেশটিতে একতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘের নেতৃত্বে এ বছরের শেষ দিকে নির্বাচনের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনকে বানচাল করাই ছিল নির্বাচন কমিশনে হামলার আসল কারণ।

রয়টার্সের এক খবরে বলা হয়, নির্বাচন কমিশন লিবিয়াজুড়ে ইতোমধ্যে ১০ লাখ নতুন ভোটার নথিভুক্ত করেছে। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। ত্রিপোলিতে এ ধরনের বড় হামলা বিগত কয়েক বছরে এই প্রথম। লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি প্রতিনিয়তই বদলে যাচ্ছে। রাজধানীর সহিংসতা স্থানীয় অস্ত্রধারী গ্রুপগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, ত্রিপোলির ঘাউট আল-শাল থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উড়ছে।

ওমর বলেন, ‘আমি নিজে দুই জন আত্মঘাতী হামলাকারীকে দেখেছি। তারা আল্লাহু আকবর বলে চিৎকার করছিল।’ তিনি হামলাকারীদের দেহাংশ মাটির ওপর পড়ে থাকতে দেখেছেন বলেও গণমাধ্যমের কাছে উল্লেখ করেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ