বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করেছি: সারজিস আলম

স্থবির হয়ে আছে বিনামূল্যে বই ছাপার কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রণালয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী বছরের বিনামূল্যের বই চলতি বছর অক্টোবর মাসের মধ্যে সারা দেশে বই পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি তবে এখনও ছাপার কার্যাদেশ দেয়নি ।

এদিকে মুদ্রণ মালিকদের সাথে দরপত্র সংক্রান্ত জটিলতার কারণে স্থবির হয়ে আছে বিনামূল্যে বই ছাপার কার্যক্রম।

সরকার ২০১০ সাল থেকে বিনামূল্যে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক উৎসব করে বই তুলে দেয়। সেই হিসেবে ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সকল প্রান্তে সকল বই পৌছে দেয়ার কথা থাকলেও প্রতিবারই ব্যর্থ হয় এনসিটিবি।

মার্চ মাসে বই ছাপানোর জন্য দরপত্র আহ্বান করে এনসিটিবি। দরপত্র ডাকার পরই প্রাথমিকের বই নিয়ে জটিলতার শুরু হয়।

সরকার এবার প্রাথমিকে প্রতি বইয়ের জন্য দাম নির্ধারণ করেছে ২৮ টাকা ৩৩ পয়সা। কিন্তু মুদ্রণ মালিকরা চাচ্ছে ৩৩ টাকা ৩৪ পয়সা। এটি নিয়েই এখন স্থবির আছে দরপত্রের কার্যক্রম।

মুদ্রণ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, এই অবস্থায় কোনোভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে বই ছাপানো সম্ভব না।

এদিকে মাধ্যমিকের বইয়ের কাজও এখনও কোন প্রতিষ্ঠানকে দেয়া হয়নি। দরপত্র ডাকার আগে কখনোই এনসিটিবি মুদ্রণ মালিকদের সাথে কোন আলোচনা করে না বলেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সমিতির।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, জুলাই থেকে ৩ মাস আমাদের কাজ পুরোদমে চলবে। আর অক্টোবরের মধ্যেই বই দেয়া সম্ভব হবে।

তবে এনসিটিবি বলছে, দরপত্র নিয়ে মূল্যায়ন চলছে। মে মাসের মধ্যে কোন কোন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া যাবে।

এবার বিনামূল্যের ৩৬ কোটি বই ছাপা হবে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ