বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ওয়াইফাই ভাড়া দিয়ে টাকা গ্রহণ: কী বলে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধুনিক জগতে বাস করতে করতে কমবেশি সকলেই ইন্টারনেটের সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে। সঙ্গত কারণেই তাই দেখা দিয়েছে এসব মাসআলার হকুম কি হবে তা জানার। এ সংক্রান্ত একটি মাসআলা হলো, ওয়াইফাই ভাড়া দিয়ে টাকা আয় করা যাবে কি না তা নিয়ে? এটি একটি গুরুত্বপূর্ণ্ প্রশ্ন তাই এখন আমরা এর হুকুম জানবো।

ইন্টারনেট কানেকশন একটি পণ্যের মত। যা নির্দিষ্ট মূল্য দিয়ে ক্রয় করার মাধ্যমে ব্যক্তি মালিক হয়। স্বত্ব লাভ করার পর স্বত্ত্বাধিকারী তা ব্যবহার যেমন করতে পারে, তেমনি তা বিক্রিও করে দিতে পারে। কিংবা চাইলে ভাড়াও দিতে পারে। সেই হিসেবে ওয়াইফাই সুবিধা দিয়ে টাকা আয় করাও বাহ্যত বৈধ হবে বলেই মনে হয়। নাজায়েজের কোন কারণ নেই।

সূত্র: তাফসীরে বায়যাবী, ১/৭ (সূরা ফাতিহা অংশ)

-কেএল


সম্পর্কিত খবর