শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


খালেদা জিয়ার শ্বাসকষ্ট, সিসিইউতে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্বাসকষ্টের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (৩ মে) বিকালে চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে। একজন চিকিৎসক জানিয়েছেন, শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে সিসিইউতে নেওয়া হয়। পৌনে পাঁচটার দিকে তার কার্ডিও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে তাঁকে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেওয়া হলে ১১ এপ্রিল খালেদা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেওয়ার পর আবারও ফল পজিটিভ আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ