শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


মুফতি আব্দুর রহিম কাসেমী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকা থেকে মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে তাকে পৌর এলাকার ভাদুঘর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। মুফতি আব্দুর রহীম কাসেমী হেফাজতে ইসলামের ঘটনায় জড়িতদের বিচার চেয়ে এবং হেফাজতের এ ধরণের ধ্বংসাত্মক কাজ ইসলামসম্মত নয় বলে দাবি করে গত ২৩ এপ্রিল দল থেকে পদত্যাগ করেছিলেন। তবে পুলিশ দাবি করছে হেফাজতের সাম্প্রতিক ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া ২০১৬ সালের হেফাজতের আন্দোলনের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ