বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

সোহরাওয়ার্দীর উদ্যানের কেটে ফেলা গাছের তিনগুণ রোপণে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শতবর্ষী ও বিলুপ্তপ্রায় পাখিদের আশ্রয়স্থল গাছ না কাটতে এবং ইতিমধ্যে কেটে ফেলা একই প্রজাতির তিনগুণ গাছ রোপণের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ছয়টি বেসরকারি সংগঠন ও একজন স্থপতির পক্ষে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, মুক্তিযুদ্ধ সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান বন সংরক্ষক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গণপূর্তের প্রধান প্রকৌশলীর উদ্দেশ্যে এ নোটিশ পাঠানো হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইন সমন্বয়কারী সাঈদ আহমেদ কবীর এ তথ্য জানান।

তিনি জানান, বেলা, এএলআরডি (অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফরমস অ্যান্ড ডেভেলপমেন্ট), নিজেরা করি, ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট), বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন), আসক (আইন ও সালিস কেন্দ্র) এবং স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে এ নোটিশ পাঠানো হয়।

এতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মূল ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বিনষ্ট হতে বিরত থাকতে এবং স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবিজড়িত এ উদ্যান মূলরূপে রক্ষার দাবি জানানো হয়।

নোটিশে বলা হয়, উদ্যানের সবুজকে ধ্বংস করা প্রকারান্তরে উদ্যানকে ধ্বংস করা ও তার শ্রেণি পরিবর্তনের শামিল যা ২০০০ সালের জলাধার সংরক্ষণ আইনের পরিপন্থী। এই আইন অনুযায়ী উদ্যান হিসেবে চিহ্নিত ও ব্যবহৃত কোনো ভূমির শ্রেণি পরিবর্তন করা যাবে না বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে এবং অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের জন্য হস্তান্তরও করা যাবে না। তা ছাড়া উদ্যানের সবুজ ধ্বংস করে এহেন নির্মাণকাজ ইতিমধ্যে এ উদ্যানকে রক্ষায় বেলা কর্তৃক দায়েরকৃত একটি রিট মামলায় হাইকোর্ট প্রদত্ত রায়ের পরিপন্থী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ