বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের সংলাপ: ৭ দফা ঐকমত্য ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: তিন দিনে ভারতীয় ১৬ ড্রোন ভূপাতিত জামায়াত নেতা আজহারের আপিলের রায় ২৭ মে মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন

চট্টগ্রাম শহরে গণপরিবহণে নেয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া; ক্ষুব্ধ যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর আহমেদ সিদ্দিকী: বন্দরনগরী চট্টগ্রামের গণপরিবহণের অসাধু ড্রাইবার, হেলপাররা নির্দিষ্ট ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া নিচ্ছে। রোববার( ৭ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মহানগরে গণপরিবহণে ৫ টাকার ভাড়া নিচ্ছে ১০ টাকা করে।

আজ বিকেল ৫ টায় বিআরটিএ চেয়ারম্যান নূর মুহাম্মদ মজুমদার পরিবহণ মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ডিজেল চালিত পরিবহণের ভাড়া সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়ছে। দূরপাল্লার গণপরিবহণের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বেড়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে।

তিনি জানান, আগামীকাল থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। আজ রাতে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিএনজির চালিত বাস ও মিনিবাসের ভাড়া থাকবে পূর্বের ন্যায়।

বিআরটিএ চেয়ারম্যান সিএনজি চালিত বাস ও মিনি বাসের ভাড়া পূর্বের ন্যায় থাকার কথা বললেও চট্টগ্রামে দেখা গেছে তার বিপরীত চিত্র। রোববার বিকেলে সিএনজি চালিত বাস ও মিনিবাস পাঁচ টাকার ভাড়া নিচ্ছে দশ টাকা করে। এতে ক্ষুব্ধ যাত্রীরা। ভাড়া বৃদ্ধিতে বাকবিতণ্ডা করতে দেখা গেছে পতেঙ্গা ইপিজেডে কর্মরত নারী পোশাক শ্রমিকদের।

চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে কর্মরত সাদিয়া আফরিন নামের এক নারী পোশাক শ্রমিক জানান, তিনি পতেঙ্গা স্টীলমিল বাজার থেকে মিনি বাসে করে কাটগড়ে নামেন। যেখানে পূর্বের ভাড়া ছিল ৫ টাকা সেখানে তার কাছ থেকে ১০ টাকা নেওয়া হয়েছে।

এমন অভিযোগ অনেকের। পরিবহণ নৈরাজ্য রোধে কর্তৃপক্ষে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান যাত্রীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ