বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করেছি: সারজিস আলম

যশোরে পৃথক দুঘর্টনায় মাদরাসাছাত্রসহ ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে পৃথক ঘটনায় মাদরাসার ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। রোববার রাতে সদর উপজেলায় ও সোমবার সকালে শার্শা উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নওদাগা গ্রামের আখতারুজ্জামানের ছেলে মাদরাসার ছাত্র ইয়াসিন(১০) ও শার্শা উপজেলার বেনাপোল থানার ভবের বেড় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জব্বার হোসেন (৪০)।

নিহতদের স্বজন ও পুলিশ জানায়, নিহত ইয়াসিন শ্যামনগর মাদরাসার ছাত্র। সে রোববার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে ইয়াসিন মারা যায়।

অপরদিকে নিহত জব্বার হোসেন বেনাপোল বাজারে একটি মাংসের দোকানের কর্মচারী। জব্বার বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে বেনাপোল পর্যটনের সামনে একটি ইজিবাইককে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে কারোর কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দেওয়া হয়েছে।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন জানান, এ রকম ঘটনা আমার জানা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ