বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করেছি: সারজিস আলম নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার-২

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের পাশে দেশীয় অস্ত্র, আটক ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনে সহিংসতার আশঙ্কায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রে সহিংসতার আশঙ্কায় রামগঞ্জ উপজেলার বাদুর ইউনিয়নের দাশবাড়ি ও মধ বাদুরসহ বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।

আজ রোববার রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ইউপি নির্বাচনে সহিংসতার জন্য বাদুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনেকে অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান চালাই। অভিযানে এলজি, ছোরা, রামদাসহ ৩০ জনকে আটক করা হয়। ওই ৩০ জনকে থানার হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হবে। ভোটে যেন কোনো সহিংসতা সৃষ্টি না হয় পুলিশ সে জন্য সতর্ক আছে।

জানা যায়, শনিবার রাতে লক্ষ্মীপুর উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন মিন্টু হাজির বাড়িতে যৌথবাহিনীর অভিযানে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে আজ সকাল থেকে তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩১টি ইউনিয়ন পরিষদ ও নয়টি পৌরসভায় ইভিএমে ভোট হচ্ছে। আর বাকি ইউনিয়ন পরিষদে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ