বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

মাধবপুর ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হলেই ব্যবস্থা !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ
হবিগঞ্জ প্রতিনিধি

ইউপি নির্বাচনে যারা দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মাধবপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (৫ জানুয়ারি ২০২২) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১০ ডিসেম্বর উপজেলা সচ্ছলতা হলরুমে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিকের সঞ্চলনায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী।

তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সুকুমার রায় ।

উপস্তিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব মোঃ মহিউজ্জামান হারুন, আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিনসহ ১/১১ টি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

সভায় বক্তাগণ বক্তব্যে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের আজকের এই বিশেষ কর্মীসভা। আসন্ন মাধবপুর উপজেলার অন্তর্ভুক্ত ১/১১ টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য (৫ জানুয়ারি ২০২২) ইউ/পি নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রত্যেক প্রার্থীকে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ