সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি

রামু কাউয়ারখোপ বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: রামুর ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র কাউয়ারখোপ ইসলামিয়া তাজবিদুল কুরআন বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ যোহর কাউয়ারখোপ বড় মাদ্রাসার মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে মাওলানা আমিনুল হকের বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি  স্ত্রী, তিন শিশু সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে মাদ্রাসার ছাত্র,শিক্ষক, এলাকাবাসী সহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ’র শোক
রামু কাউয়ারখোপ ইসলামিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসার মুহতামিম এবং ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের অধিকাংশ সদস্যদের প্রিয় উস্তাদ মাওলানা আমিনুল হক রহ. ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, কাউয়ারখোপ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের শুরা প্রধান মুফতী রিয়াজুদ্দিন কামাল, সভাপতি মাওলানা শাকের মাহমুদ, সহ-সভাপতি মাওলানা রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা হানিফ মাহমুদ,সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তারেক জামিল মাহমুদ ও সকল সকল নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আমিনুল হক রহ. ছিলেন,একজন সফল মুহতামিম,মাদ্রাসার উন্নতি ও অগ্রগতি স্বার্থে দীর্ঘ এক যুগ ধরে যে ত্যাগ স্বীকার করেছেন,ধৈর্য ও অবিচলতার যে নজির স্থাপন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে,খুবই নম্র, ভদ্র, বন্ধুবৎসল, নিরহঙ্কারী, ব্যক্তিত্বসম্পন্ন একজন প্রতিভাবান আলেমেদ্বীন। আজীবন দ্বীনি শিক্ষা বিস্তার ও ইসলামী সমাজবিনির্মাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। ডাক আসলেই ঈমানী কর্তব্যবোধ থেকে দ্বীনি আন্দোলন-সংগ্রামে সাড়া দিতেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। দাদা মাওলানা আব্দুল গফুর রহ. ও চাচা মাওলানা আব্দুল মাজেদ রহ. এর স্বার্থক উত্তরসূরী হিসেবে ছিলেন। ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ কে তিনি মনেপ্রাণে ভালোবাসতেন।

সমাজে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে তিনি যে অসামান্য অবদান রেখে গিয়েছেন তা চির অম্লান হয়ে থাকবে। বহু আলেম-ওলামার উস্তায, বিশিষ্ট এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা দ্বীনি ময়দানের ঈমানদীপ্ত একজন মর্দে মুজাহিদ ও প্রতিনিধিত্বশীল ইসলামী ব্যক্তিত্বকে চিরতরে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ