শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


আজ ফের বৈঠকে বসবে ইউক্রেন-রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত সোমবার প্রথম দফায় বৈঠকে কোনো সমঝোতায় আসতে পারেনি ইউক্রেন ও রাশিয়া। ওই দিন শুধু সমাধানের পথ চিহ্নিত করে আলোচনার জন্য স্ব স্ব রাজধানীতে ফিরে যায় দুই দেশের প্রতিনিধি দল। সেই শান্তি আলোচনার ধারাবাহিকতায় আজ বুধবার ফের বৈঠকে বসবে দেশ দুটি।

প্রথম দফার বৈঠকে যুদ্ধবিরতি আর রুশ সেনা প্রত্যাহার চেয়েছে ইউক্রেন। রাশিয়া চাইছে সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ না দেওয়ার নিশ্চয়তা। ওই আলোচনার সময়েও ইউক্রেনে রুশ হামলা চলছিল। দুটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ সেনাদের অভিযানের পঞ্চম দিনে বেলারুশের উদ্যোগে প্রথম দফা শান্তি আলোচনায় বসে দেশ দুটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দীর্ঘ পাঁচ ঘণ্টাব্যাপী সেই আলোচনার ফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তবে ইউক্রেনের সংবাদমাধ্যম গ্ল্যাভকম দেশটির প্রতিনিধি দলের এক সূত্রের বরাতে খবর দিয়েছে, প্রথম দফা আলোচনায় ইউক্রেন যেন ইউরোপীয় ব্লকে যাওয়া থেকে বিরত থাকে সেই প্রতিশ্রুতি চেয়েছে রাশিয়া। এই বিষয়ের ওপর ইউক্রেনে গণভোট আয়োজনের দাবিও তুলেছে রাশিয়া।

এছাড়া দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বীকৃতির পাশাপাশি ক্রিমিয়ার দাবি ইউক্রেনকে চিরতরে ছাড়তে বলেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের দাবি দ্রুত যুদ্ধবিরতি ও রাশিয়ান সৈন্য প্রত্যাহার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ