বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

সিরিয়ান ও চেচেনদের প্রতি ইউক্রেনের গ্র্যান্ড মুফতির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার পক্ষে যুদ্ধে শরিক না হতে সিরিয়ান ও চেচেন স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের গ্র্যান্ড মুফতি শায়খ সাঈদ ইসলামইলভ।

রোববার আলজাজিরার একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এ আহ্বান জানান।

কিন্তু কেন চেচেন ও সিরিয়ানরা রাশিয়ার পক্ষে লড়বেন না, তার কারণ উল্লেখ করে শায়খ সাঈদ ইসলামইলভ বলেন, ‘কেননা, রাশিয়া একটি সহিংস দেশ।’

তার মতে-- চলমান যুদ্ধে যেই রাশিয়ার পক্ষ অবলম্বন করবেন তিনি সত্য থেকে বিচ্যুত হলেন।

তিনি বলেন, ‘মস্কো ইউক্রেনের ওপর সহিংসতা চালাচ্ছে। আমাদের বাড়ি-ঘর ধ্বংস করছে, আমাদের মা-বোন ও শিশুদের হত্যা করছে। এ পরিস্থিতিতে কোন্ সিরিয়ান যোদ্ধা রাশিয়ার হয়ে আমাদের বিপক্ষে যুদ্ধ করতে পারে? আমাদের তো রাশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা করতে হবে।’

শায়খ সাঈদ ইসলামইলভ জানান, ইউক্রেনে প্রায় ১০ লাখ মুসলিম বসবাস করে। তারা এখানে স্বাধীনভাবে জীবনযাপন করছে। কোনো ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন তারা হয় না। এসব মুসলিম তাদের দেশের সন্তাদের পাশে আছে।

এক্ষেত্রে তিনি রাশিয়ার গ্র্যান্ড মুফতির সমালোচনা করেছেন। বলেছেন, ‘তার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। তিনি চুপ থেকে পুতিনকে সমর্থন করছেন। অথচ ইউক্রেনের মুসলিমদের পক্ষে কিছু করছেন না।’

ইউক্রেনীয় মুসলিম কমিউনিটির কাছে জনপ্রিয় শায়খ সাঈদ ইসলামইলভ অনুষ্ঠানের শেষে বলেন, ‘আমি বিশ্ব মুসলিম উম্মাহকে নামাজ ও দোয়ার মাধ্যমে আমাদের সমর্থনের অনুরোধ করছি। একইসাথে সামর্থবানরা যেন আমাদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়-- সেই আশা করছি।’

উল্লেখ্য, রাশিয়ার থেকে নিজের দেশকে বাঁচাতে আরো আগেই সেনাবাহিনীর পোশাক পরে রণাঙ্গনে নেমে পড়েছেন শায়খ সাঈদ ইসলামইলভ। একইসাথে তিনি ইউক্রেনের প্রতিটি মুসলিমকে দেশ রক্ষার্থে লড়াইয়ে নামার আহ্বান জানান। তখন তিনি বলেন, ‘নিজেদের মাতৃভূমিকে রুশ আগ্রাসন থেকে বাঁচাতে আপনারা বাইরে বেরিয়ে আসুন এবং দেশের সেনাবাহিনীর হাত মজবুত করুন। রুশ আগ্রাসনের জবাব দেয়া আমাদের সবার কর্তব্য।’

সূত্র : আলজাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ