বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

দাওরায়ে হাদিস ফারেগিন ছাত্রদের উদ্দেশ্যে আল্লামা আবদুল খালেক মাদ্রাজীর নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দারুল উলুম ইশাআতুল উলুমের খতমে বুখারিতে করা এক বয়ানে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদ্রাজী বলেন, আজ যারা ফারেগ হয়ে বের হচ্ছেন, তারা এ বিষয়গুলো অত্যান্ত গুরুত্বের সঙ্গে লক্ষ্য করতে হবে। মাদরাসার ছাত্ররা কখনো দুর্বল ঈমানের অধিকারী হবে না। তাদের কেউ ধোকা দিতে পারবে না। তাদের চিন্তায় কখনো শয়তান প্রবেশ করতে পারবে না।

শয়তান এখন মাদরাসা ছাত্রদের নানানভাবে ধোঁকা দেয়ার চেষ্টা করছে। শয়তান বলছে তুমি এখন বিয়ে করবে কিভাবে যদি মাদরাসায় শিক্ষকতা কর। কিভাবে পরিবার পরিজনকে টাকা পয়সা দিবে।

যদি মাদরাসার শিক্ষকতা কর, খেদমত কর তাহলে কিভাবে একটি গাড়ি কিনবে, কিভাবে বড় একটা আইফোন কিনবে। কিভাবে ভালোভাবে চলবে।

আজ শয়তান মাদরাসা ছাত্রদের নানাভাবে ধোঁকা দেয়ার চেষ্টা। দুনিয়ায় একটু স্বচ্ছলতার বাহানা দিয়ে ছাত্রদের গোমরাহ করে দিচ্ছে। দীনের লাইন থেকে সরিয়ে দিচ্ছে। আর যারা এ ধোঁকায় পরে যাচ্ছে তারাই দুর্বল ঈমানের অধিকারী। তাদের ঈমান শুদ্ধ করতে হবে।

আল্লাহ তায়ালা চাইলে হাজারো কাজ তোমার সামনে চলে আসবে। নিয়ত শুদ্ধ করতে হবে। মিন হাইসু লা এয়াহ তাসিব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছ থেকে নিতে জানতে হবে।

আল্লাহ তায়ালা বান্দার চাওয়াকে পছন্দ করেন। আপনার কোনো চাওয়া পাওয়া বাকি রাখবেন না। যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন। কিন্তু আপনাকে আল্লাহর দীনের খেদমত করতে হবে। আল্লাহর রাস্তায় কাজ করতে হবে।

দাওরায়ে হাদিস ফারেগ হয়ে যাওয়ার পর, রাসুলের হাদিস সামনে রেখে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তায়ালা তখনই আমাদেরকে সব ধরণের বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। সহজ রাস্তা আমাদের জন্য খুলে দিবেন। আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষা আসবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর পখেথ

আমাদের জন্য দোয়া করবেন যেনো আমরা দীনের কাজ করতে পারি। আর আপনারাও দীনের কাজ করতে সহি নিয়ত নিয়ে মাঠে নেমে যাবেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দীনের কাজ করার তাওফিক দান করুন। আমিন।

আবদুল্লাহ তামিম।।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ