বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিএনপি ছেড়ে কেন ইসলামী আন্দোলনে সাবেক এমপি মোস্তাফিজ? আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন

দারুল উলুম দেওবন্দে নতুন নাজেমে তা’লিমাত নিযুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের নাজিমে তালিমাত হিসেবে নির্বাচিত হলেন মাওলানা হুসাইন আহমদ হরিদ্বারী। তাকে মাদরাসার সব শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

গতকাল সোমবার (২৮ মার্চ) দারুল উলুম দেওবন্দের নাজিমে তালিমাত নির্বাচিত হয়েছেন ইমামুন নাহু খ্যাত মাওলানা হুসাইন আহমদ হরিদ্বারী।

ইসলামি বিশ্বের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাওলানা হুসাইন আহমদ হরিদ্বারীকে মাদরাসার তালিমাতের দায়িত্ব অর্পণ করা হয়েছে। শিক্ষা পরিচালক মাওলানা খুরশিদ আহমদ পদত্যাগের কারণে পদটি শূন্য হয়।

সোমবার দারুল উলুম দেওবন্দের মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত এ নিয়োগ পত্রের মাধ্যমে মাওলানা হুসেন হরিদ্বারীকে এ কথা জানানো হয়েছে। এরপর থেকে মাওলানা হুসেন হরিদ্বারীর অভিনন্দন বার্তা আসছে।

উল্লেখ্য, গত ১৪ ও ১৫ মার্চ দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার বৈঠকে মাওলানা খুরশিদ গিয়াভি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।

এর আগে তার পদত্যাগপত্র প্রত্যাখ্যান করা হলেও পরে তা গৃহীত হয় বলে জানা গেছে। মাওলানা হুসাইন আহমদ হরিদ্বারীকে শুরার সদস্যরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচিত করেছেন।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী এ খবর নিশ্চিত করে বলেন, মাওলানা হুসাইন হরিদ্বারীকে শিক্ষা পরিচালক হিসেবে শুরা নির্বাচিত করেছে।

পঞ্চান্ন বছর বয়সী মাওলানা হুসেন আহমদ উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার খুর্দ গ্রামের বাসিন্দা। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। তিনি ছাত্রদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তিনি ইমামুন নাহু নামেও খ্যাত। তিনি গত ২৬ বছর ধরে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করে আসছেন। সূত্র: দেওবন্দ টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ