বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করেছি: সারজিস আলম নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার-২ মদিনার মুসাফিরদের প্রতি বিনীত নিবেদন

ঈদ উপলক্ষে মহাসড়কে নজরদারি বাড়াচ্ছে র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মহাসড়কে চুরি-ছিনতাই-চাঁদাবাজি রোধে নজরদারি বাড়াচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৪ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সাভারের আন্তঃজেলা ডাকাতচক্র শামীম-ঠাণ্ডা বাহিনীর ১১ সদস্যকে আটকের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলের আয়োজন করা হয়।

তিনি বলেন, মহাসড়কে ডাকাতির বিষয়টি বর্তমানে একটি আলোচিত বিষয়। কোরবানি ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাত-ছিনতাইকারী ও চাঁদাবাজরা সক্রিয় হয়ে ওঠে। এসব ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এ অভিযান আরও জোরদার করা হবে।

খন্দকার আল মঈন বলেন, মহাসড়কের ডাকাত চক্রের সদস্যদের ধরতে র‍্যাবের বিশেষ গোয়েন্দা কার্যক্রমের ধারাবাহিকতায় শুক্রবার দিনগত রাতে সাভার থেকে শামীম-ঠাণ্ডা বাহিনীর মূলহোতা শামীম ওরফে সব্দুল এবং সেকেন্ড ইন কমান্ড আনিসুর ওরফে ঠাণ্ডাসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- শামিম ওরফে সব্দুল (৩০), আনিসুর রহমান ওরফে ঠাণ্ডা (৪৫), সালাউদ্দিন (২৩), ইখতিয়ার উদ্দিন (৩১), সাইফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর সরকার (৪০), সজিব ইসলাম (২৫), জীবন সরকার (৩৪), স্বপন চন্দ্র রায় (২১), মিনহাজুর ইসলাম (২০) ও মাধব চন্দ্র সরকার (২৬)।

এ সময় তাদের কাছ থেকে ১টি ম্যাগাজিন, ১টি শাবল, ৩টি রশি, ১টি লোহার রড, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ২টি ওয়ান শুটারগান, ৬রাউন্ড গুলি, ১টি করাত, ১টি হাউস কাটার, ২টি ছুরি, ২টি টর্চ লাইট, ১১টি ব্যাগ, ২টি হ্যাক্সো ব্লেড , ১টি দা, ২টি লেজার লাইট, ২টি প্লাস, ১টি দেশি কুড়াল এবং ১টি হাতুরি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, শামীম-ঠাণ্ডা বাহিনীর সদস্য সংখ্যা ২৫ জন। দীর্ঘদিন ধরে এই বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীবাহী বাস, গরুবাহী ট্রাক ও অন্যান্য গাড়িতে ডাকাতি করে আসছে। জেলহাজতে থাকার সময় এই বাহিনীর সদস্যরা একে অন্যের সাথে পরিচিত হয়। এরপর তাদের মাঝে সখ্যতা গড়ে ওঠে। পরে জামিনে বের হয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে ডাকাতি শুরু করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ