মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

হজরত হামনাহ বিনতে জাহাশ রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আব্দুল্লাহ

নাম ও পরিচয়: তাঁর নাম হামনাহ। তিনি জয়নব বিনতে জাহাশ রা. এর আপন বোন ছিলেন।

বিয়ে: হজরত মুসআব বিন উমাইর রা. এর সাথে তাঁর বিয়ে হয়েছিলো।

ইসলাম গ্রহণ: স্বামী মুসআব রা. এর সাথে তিনিও ইসলাম গ্রহণ করেন।

জীবনযাপন: তিনি মদিনায় হিজরতের মর্যাদা অর্জন করেছিলেন। রাসুল সা. মুহাজির ও আনসার নারী সাহাবিদের কাছ থেকে বাইয়াত গ্রহণ কালে তিনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। মুসনাদে আহমদ ও ইবনে সাআদ ইত্যাদি গ্রন্থে অনেক নারী সাহাবির ব্যাপারে এই বাইয়াতে অংশগ্রহণের কথা উল্লেখ আছে। উহুদ যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। পানি পান করানো ও আহতদের সেবাশুশ্রূষার দায়িত্ব পালন করেছিলেন।

উহুদ যুদ্ধে স্বামী মুসআব রা. শাহাদত বরণ করলে 'জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি' তালহা রা. এর সাথে তার বিয়ে হয়।

ইফকের ঘটনায় ভুলক্রমে যেসকল সাহাবি মুনাফিকদের সঙ্গ দিয়েছিলেন -তিনি তাদের একজন ছিলেন। ফাতহুল বারিতে বর্ণিত হয়েছে, তার ইচ্ছা ছিলো, আয়েশা রা. কে রাসুল সা. এর চোখে কিছুটা নিচু করে আপন বোন জয়নব রা. কে উঁচু করবেন। তবে জয়নব রা. এমন কোনো চেষ্টা করেননি।

সন্তান: হজরত তালহা রা. এর ঔরসে তার মুহাম্মদ ও ইমরান নামে দুজন ছেলে জন্মগ্রহণ করে। মুহাম্মদ রা. তিনি 'সাজ্জাদ' নামে প্রসিদ্ধ ছিলেন।

ইন্তেকাল: তার ইন্তেকালের কত হিজরিতে হয়েছিলো তার সঠিক মত জানা যায়না। তবে তিনি বোন জয়নবের ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন। যিনি ২০ হিজরিতে ইন্তেকাল করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ