শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

সময় আসলে বিএনপিকে আন্দোলন বুঝিয়ে দেয়া হবে: ওবায়েদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেখ হাসিনা ডাক দিলে লক্ষ লক্ষ লোক জড়ো হবে। আওয়ামী লীগ দাঁড়ালে পালানোর পথ পাবে না বিএনপি। সময় আসলে আন্দোলন কী, তা বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাখা বক্তব্য়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল টাকার বস্তার ওপর বসে আছে। টাকা খরচ করছে। জনগণকে সরকার পতনের উস্কানি দিচ্ছে বিএনপি। সাধারণ মানুষের প্রতি বিএনপির কোনো দরদ নেই। এদের দরদ ক্ষমতার ময়ূর সিংহাসনের প্রতি।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগে কোনো পকেট কমিটি হবে না। কর্মী যাদের চায়, যারা ত্যাগী তারাই নেতৃত্বে আসবে। অন্যদিকে, দুর্নীতির দায়ে তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলনের কথা বলে। আসলে তারা পুরনো হাওয়া ভবন ফেরত পাবার আন্দোলনের পথ খুঁজছে।

সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বাংলাদেশকে যখন উন্নয়ন, অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত। বিএনপির লক্ষ্য একটাই, তারা দেশকে পিছিয়ে দিতে চায়। আওয়ামী লীগ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আর বিএনপি চায় দুর্নীতিবাজ বাংলাদেশ।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, বিচার বন্ধ করেছে জিয়াউর রহমান। যারা খুনিদের পুরস্কৃত করেছে তাদের ক্ষমা নেই। ডিসেম্বর মাসে তাদের মোকাবেলা করা হবে। নির্বাচনে ও আন্দোলনে মোকাবেলা করা হবে। বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে। অন্য কোনো পথে পালাবদলের সুযোগ নাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ