মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি শাইখুল হাদীস মাওলানা সাইয়েদ মুহাম্মদ আাকিল (রহ.)-এর জীবন ও অবদান

কুমিল্লায় সাহিত্যপ্রেমীদের সাহিত্য আড্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্সে সাহিত্যপ্রেমীদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ থেকে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত তরণী সাহিত্য কাফেলা-এর উদ্যোগে মুহিউদ্দীন আহমাদ মাসূম-এর সভাপতিত্বে, মুহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় এ সাহিত্য আড্ডা সফলভাবে সম্পন্ন হয়।

সভায় স্বরচিত লেখা পাঠ, পরামর্শ গ্রহণ ও পঠিত লেখার উপর আলোচনা হয়। আলোচনা করেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লেখক-অনুবাদক শামসুদ্দীন সাদী, অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাওলানা মো. আমির হামজা, অনুবাদক মাওলানা এনামুল হক মাসউদ, মুফতি গোলাম সামদানী, মাও. আতিকুর রহমান আশরাফী, মাও. মো. শহীদুল ইসলাম।

লেখা পাঠ ও পরামর্শে অংশগ্রহণ করেন আবদুল্লাহ রুবেল, মুফতি আশরাফ আলী তানভির, মাওলানা সালমান ফারসী, নুরুজ্জামান রাফী প্রমুখ।

নারীদের সভায় সরাসরি অংশগ্রহণের সুযোগ না-থাকলেও লেখা পাঠাবার সুযোগ থাকে। সে হিসেবে আমিনা খাতুন নামে একজন নারীর পাঠানো লেখাও সভায় পাঠ করা হয়।

সবার পরামর্শক্রমে সংগঠনের নাম ‘তরণী যাত্রীদল’-এর পরিবর্তে ‘তরণী সাহিত্য কাফেলা’ করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্রোহী কবির ‘খেয়া পারের তরণী’ এবং ইসলামি রেনেসাঁর অমর কবি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ ‘কাফেলা’ এই দুই নামকে একীভূত করে সংগঠনের এই নামকরণ করা হয়।

সভাপতির বক্তব্য, আপ্যায়ন ও দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে একাদশ সাহিত্যসভা সমাপ্ত।

আগামী সাহিত্যসভা ০৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দুপুর ০২:০০ টায় একই স্থানে অনুষ্ঠিত হওয়ারও ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ