মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

গুচ্ছ থেকে বেরিয়ে গেল ইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। ১০ মে থেকে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

তিনি জানান, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা কমিটির মিটিং শেষ করে ডিনরা ভর্তি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এটি অনুমোদনের জন্য ভিসির কাছে পাঠানো হবে। ১০-২৭ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
পরে, বিকেলে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক’ ইউনিটে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ। ‘খ’ ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে কলা অনুষদ, আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ। ‘গ’ ইউনিটে রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ। ‘ঘ’ ইউনিটে রয়েছে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষক অনুষদ ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।

যে শিক্ষার্থীরা ২০২১-২২ সালে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত যোগ্যতা থাকবে কেবল মাত্র তারাই চার ইউনিট সমূহে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। একইসঙ্গে ভর্তি নির্দেশিকার শর্ত অনুযায়ী কোটায় আবেদন করতে পারবে।

‘ক’ ইউনিটে আবেদন ফি ৮৫০ টাকা, ‘খ’ ইউনিটে ১০৫০, ‘গ’ ইউনিটে ৬০০ এবং ‘ঘ’ ইউনিটে ৫০০ টাকা। আগামী মে মাসের ১০ তারিখ থেকে ইবিতে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত। প্রতি ইউনিটে ৮০ মার্কের এম সি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুলের জন্য ০.২৫ কাটা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ