মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে

চলতি মাসেই বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের বিশিষ্ট দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাঁ থেকে মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত)  ও  ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। ছবি: সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

চলতি জানুয়ারি মাসে বাংলাদেশে আসছেন পাকিস্তান ও ভারতের বিশিষ্ট দুই আলেম। তাঁরা হলেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ) মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত) ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) মাওলানা আবদুল্লাহ মারুফির আগমনের বিষয়টি হজরতের বাংলাদেশি শাগরেদ মুফতি আবুল ফাতাহ কাসেমী ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গলের আগমনের বিষয়টি সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম রহ. এর ছেলে মুফতি তালহা ইসলাম সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মুফতি আবুল ফাতাহ জানান, আগামী ১৭ তারিখ থেকে ২৪ তারিখে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসছেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ), আমাদের উস্তাদ মুহতারাম, মুহাক্কিক আলেম, হাদীস শাস্ত্রের উজ্জ্বল দিকপাল, বহুগ্রন্থ ও গবেষণা রচয়িতা, হযরত শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলবির সাহেবজাদা মাওলানা পীর তালহা কান্ধলবি রহ. এর খলিফা মাওলানা আবদুল্লাহ মারুফি হাফি.।

তিনি আরও জানান, এ সময় তিনি ঢাকা, সিলেট, বি-বাড়িয়া ও খুলনার কয়েকটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় ইলমি মুহাদারা, খতমে বুখারী ও ইসলামী মহাসম্মেলনে যোগদান করবেন।

মুফতি তালহা ইসলাম জানান, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করেছেন বর্তমান বিশ্বে একজন ইসলামি ব্যক্তিত্ব, বুখারী শরীফের হাফেজ ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। সব ঠিক থাকলে বুধবার (১৫ জানুয়ারি) আসার সম্ভাবনা রয়েছে হজরতের।

তিনি বলেন, সফর সংক্রান্ত কোনো দরকারে বা হযরতের প্রোগ্রাম নেয়ার বিষয়ে যোগাযোগ করতে  01984555111 (মুফতি তালহা ইসলাম),  01819279086 (মাওলানা শামসুল আরেফিন সাদী)।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ