মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

অনুমতি ব্যতীত ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

অনুমতি ব্যতীত গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকার ২ (দুই) কিলোমিটারের মধ্যে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ পুলিশ কমিশনারের কার্যালয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নিষেধাজ্ঞা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। বিশ্ব ইজতেমা দেশ বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লীদের সমাগম হয়। উক্ত মুসল্লীদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকার ২ (দুই) কিলোমিটারের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) এর অনুমতি ব্যতিত ০২-০২-২০২৫ খ্রিঃ তারিখ হতে ১৮-০২-২০২৫ খ্রিঃ পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিও সহ অন্য কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে, ড্রোন ব্যবহারে অনুমতি নিতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে পূর্বে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, আজ রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত চলাকালে সাংবাদিকের ড্রোন ধ্বসে পড়ে বিকট আওয়াজে আতঙ্কে হুড়োহুড়িতে আহত হয়েছে ৪১ মুসল্লি। বিষয়টি নজরে এনে মুসল্লিদের নিরপাত্তা নিশ্চিত করতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ