মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

ক্যালিগ্রাফি শিল্পের প্রতি বাড়ছে তরুণ আলেমদের আগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রাজধানীর দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসায় ক্যালিগ্রাফি প্রশিক্ষণরত শিক্ষার্থীরা। ছবি: আওয়ার ইসলাম

নাঈমুর রহমান নাঈম

মনোমুগ্ধকর ও শৈল্পিক হস্তলিপির নাম হলো ক্যালিগ্রাফি হস্তশিল্প। যাতে রয়েছে সৃজনশীলতা ও নান্দনিকতার অপূর্ব ছোঁয়া। বর্তমান তরুণ প্রজন্ম ও তরুণ আলেমদের রয়েছে ক্যালিগ্রাফির প্রতি ব্যাপক আগ্রহ ও ভালোবাসা। আর সেলক্ষ্যেই রাজধানীর দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে সাত দিনব্যাপি ক্যালিগ্রাফি কোর্সের আয়োজন করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।

ক্যালিগ্রাফির গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষকরা বলেন, 'ক্যালিগ্রাফির ইতিহাস হাজার বছরের পুরনো। এটি প্রাচীন সভ্যতাগুলোর সাথে জড়িয়ে আছে এবং বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন আকারে বিকশিত হয়েছে।

ক্যালিগ্রাফি বিভিন্ন ভাষায় থাকলেও বর্তমান তরুণ প্রজন্মের আগ্রহের জায়গায় রয়েছে আরবি ক্যালিগ্রাফি। কারণ আরবি ক্যালিগ্রাফি শেখা হলো কুরআনের খেদমত বলে মন্তব্য করেছেন ‘স্বাধীনতার সূর্যোদয়’ এঁকে জনপ্রিয়তায় আসায় কওমি তরুণ প্রশিক্ষক উসাইদ মুহাম্মাদ।

তিনি আওয়ার ইসলামকে বলেন, অপসংস্কৃতির মোকাবেলার  জন্য ক্যালিগ্রাফি হলো একটি শক্তিশালী মাধ্যম। গ্রাফিতির এ দক্ষতা অর্জন করতে প্রয়োজন একাগ্রতা , ধৈর্য , ও প্রচুর পরিশ্রম।’

তরুণদের মধ্যে ক্যালিগ্রাফির প্রতি ভালোবাসার প্রধান কারণ হলো এর সৌন্দর্য ও সৃজনশীলতা এবং তা এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় বলে জানায় প্রশিক্ষার্থীরা।  

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্রাফির এ শিল্প ব্যাপক চর্চা শুরু হয়েছে। ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যাপক ব্যবহার সত্ত্বেও, এই শিল্পের প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ক্যালিগ্রাফি শুধুমাত্র একটি শৈল্পিক অভ্যাস নয়, এটি এক ধরনের আত্মপ্রকাশের মাধ্যম। বর্তমান তরুণ প্রজন্ম এই শিল্পের প্রতি ভালোবাসা কেবল তাদের সৃজনশীলতাকে বিকশিত করছে না, বরং একটি নতুন শিল্পচর্চার ধারা গড়ে তুলছে। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে ক্যালিগ্রাফি তরুণদের জন্য সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ