শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

একই দিনে হাফেজ ছোট্ট ২ শিশু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

একই দিনে হাফেজ হয়েছে ছোট্ট দুই শিশু মো: শায়ান বিন মামুন ও মো: জোবায়ের আহমাদ।

সোমবার (১৬ জানুয়ারি) ভোররাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে তারা।

মো: শায়ান বিন মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কুর্শিপাড়া গ্রামে। তার বাবার নাম প্রোকৌশলী মো: মামুন উর রশিদ। 

আর মো: জোবায়ের আহমাদের বাড়ি ভোলার বোরহানুদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে। তার বাবার নাম মো: তাজুল ইসলাম। 

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত কওমি মাদরাসা ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী শায়ান ও জোবায়ের। এই বিভাগ থেকেই তারা পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবু জর ও সহকারী শিক্ষক হাফেজ নাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক হাফেজ শায়ান ও হাফেজ জোবায়েরের হিফজ সম্পন্ন হওয়ায় উচ্ছ্বসিত।

এ প্রসঙ্গে ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, ‘একই দিনে তারা দুজন আমাদের এখানে হিফজ সম্পন্ন করেছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। আমরা দুনিয়া ও আখেরাতে তাদের দুজনেরই সাফল্য কামনা করি এবং আমাদের মাদরাসার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদেরকে আরো বিস্তৃতভাবে দ্বীনের খেদমত আঞ্জাম দেয়ার তাওফিক দান করেন। আমীন।’

মাদরাসা সূত্রে জানা যায়, মো: শায়ান বিন মামুন ও মো: জোবায়ের আহমাদ দুজনেই বেশ মেধাবী। শুরুতে অল্প অল্প করে সবক দিলেও শেষদিকে এসে তারা উভয়েই ৮-১০ পৃষ্ঠা কোরআন মুখস্থ শুনিয়েছে। মো: শায়ান বিন মামুন সৌদি আরবে গিয়ে পড়াশোনা করে অনেক বড় আলেম হতে চায়। আর মো: জোবায়ের আহমাদের স্বপ্ন অনেক বড় হওয়ার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ