বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে  উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল আব্দুল হামিদকে পালাতে দেওয়া হয়েছে : সারজিস ‘মাদক প্রতিরোধে সীমান্তের তরুণদের বিজিবির মতো প্রহরী হতে হবে’ আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে বেফাকের গভীর শোক  নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে নারীদের মানববন্ধন

শৈলকুপায় বিভিন্ন ইসলামী দলের ভিন্নধর্মী বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. আব্দুল আলিম, শৈলকুপা

শৈলকুপায় দীর্ঘ কয়েক বছর পর মহান বিজয় দিবস উপলক্ষে রাজপথে মিছিল করতে দেখা গেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শৈলকুপা উপজেলা শাখা এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন শৈলকুপা উপজেলা শাখার সদস্যদের। এবারের উদযাপন ছিল ভিন্ন রকম।

বাংলাদেশ জামায়াত ইসলামী শৈলকুপা উপজেলা শাখা কোনো ধরনের ব্যানার ও পুষ্প বাদেই মিছিল বের করে। তাদের মিছিল নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এবং তাকবির ও বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে রাজপথ।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী আন্দোলন শৈলকুপা উপজেলা শাখা ব্যানারসহ মিছিল বের করে। তবে তাদের ব্যানারে বিজয় দিবসের কোনো উল্লেখ ছিল না এবং ফুলের ব্যবহারও দেখা যায়নি।

উভয় দলই মিনারের পাদদেশে সমবেত হয়ে তারা ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেন। তাদের বক্তব্যে ইসলামের শান্তি ও শুদ্ধতার বার্তা প্রচারিত হয়। বিজয় দিবস ছিল তাদের জন্য একটি উছিলা মাত্র। এই দিনটিকে ভিন্নভাবে উদযাপনের মাধ্যমে তারা যে মডেল উপস্থাপন করলেন তা নতুনত্ব এবং ইসলামী ভাবধারার প্রতিফলন। এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে ভিন্নভাবেও বিজয় দিবস উদযাপন করা যায় এবং ইসলামী আদর্শের প্রচার করা সম্ভব।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ