বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে  উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল আব্দুল হামিদকে পালাতে দেওয়া হয়েছে : সারজিস ‘মাদক প্রতিরোধে সীমান্তের তরুণদের বিজিবির মতো প্রহরী হতে হবে’ আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে বেফাকের গভীর শোক  নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে নারীদের মানববন্ধন

ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ সুপার।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনর করা হয়।

বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ শাহিনুর আলম খান, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর, মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এবিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থেকে আগত পুলিশ বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়ে থাকে ফরিদপুর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা দেওয়ার এ অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ সুপার ফরিদপুর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ