শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

ফটিকছড়িতে ‘শহীদ ইকবাল’ স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি  প্রতিনিধি।।

চট্টগ্রাম ফটিকছড়ির কৃতি সন্তান শহীদ এম ইকবাল বিন ইয়াকুব রহ. এর এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০জানুয়ারি)বিকালে ফটিকছড়ি পৌরসভাস্থ সানমুন কনভেনশন হলে শহীদ এম. ইকবাল বিন ইয়াকুব স্মৃতি সংসদ ও আল্লামা ইয়াকুব রহ. ফাউন্ডেশন এর উদ্যোগ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান  মাওলানা আশরাফ বিন ইয়াআকুব এর সভাপতিত্বে ও সাংবাদিক মাওলানা আসগর সালেহী'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট রাজনীতিবি মাওলানা আব্দুর  রহিম ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ বাবুনগরী,মাওলানা শেখ শাহাজাহান ইসলামাবাদী, মাওলানা নোমান  আল-আজহারী,  মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা নিজামুদ্দিন, ইসমাইল কাসেমী, মুহিবুল্লাহ আমিনী,  মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাফেজ মোহাম্মদ ইসলামাবাদী প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, শহীদ ইকবাল বিন ইয়াকুব ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন। যেখানেই অন্যায় দেখতেন, তিনি অত্যান্ত সাহসিকতার সাথে তার প্রতিবাদ করতেন। ইসলামী আন্দোলনের এই নেতাকে  ইসলাম বিদ্বেষী অপশক্তি মর্মান্তিকভাবে শহীদ করে। দীর্ঘদিন পেরিয়ে গেল খুনিরা আজো গ্রেপ্তার হয়নি। অবিলম্বে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগণ।

পরে শহীদ ইকবাল বিন ইয়াকুবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুনগর মাদ্রাসা সিনিয়র মহাদ্দিস মাওলানা হাফেজ শোয়াইব।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ