শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

মানিকগঞ্জের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ: মাঝ নদীতে আটকা চার ফেরি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মা ও যমুনা নদীতে আটকে পড়ে চারটি ফেরি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাত দেড়'টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মধ্যরাত ১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে এলাকা।

ঘন কুয়াশার কারণে দিক নির্নয় করতে না পেরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় নোঙর করা হয় বরকত এবং কপোতি নামের দুইটি ফেরি। এছাড়াও আরিচা-কাজিরহাট নৌরুটেও একই অবস্থা হয়। আরিচা-কাজিরহাট নৌরুটের মধ্য যমুনায় আটকা পড়ে চিত্রা ও খান জাহান আলী নামের দুইটি ফেরি। আটকে পড়া ফেরি চারটি যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় রয়েছে। 

নদী এলাকায় কুয়াশা কমে গেলে ফের স্বাভাবিক হবে ফেরি চলাচল। তখন নদীতে আটকা পড়া ফেরিগুলো পন্টুনে নিয়ে আসা হবে এবং ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান নাসির হোসেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ