শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক বাংলাদেশি মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে তাদের  ফেরত আনা হয়। ওই মা ও ছেলেকে রাত ৮টায় পুলিশের কাছে সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে চান্দেরহাট সীমান্তের ৩৩৩এর ২ এস পিলার এলাকা দিয়ে পাশের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২) ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন।

বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি। পরে বিকালে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেন। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চান্দেরহাট কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ভারতের চকসিবানন্দ ক্যাম্পের ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী। আটক মা ও ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মুনরউদ্দীন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। ওসি তাজুল ইসলাম জানান, আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছে বিজিবি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ