মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭


সীমিত আসনে ভর্তি নিচ্ছে সূত্রাপুরের দারুল উলূম শাফিকিয়া মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমিত আসনে ভর্তি নিচ্ছে রাজধানীর সূত্রাপুরে অবস্থিত শাইখুল হাদীস আল্লামা মুফতী নূরুল আমীন (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলূম শাফিকিয়া মাদরাসা (স্থাপিত : ১৯৯৮ ইং)

মাদরাসাটির প্রিন্সিপাল মুফতী মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদী বলেন, শিশু একাডেমী প্লে-৫ম, হিফজুল কোরআন ও কিতাব বিভাগ উর্দু-কাফিয়া শ্রেণিতে মেধাবী, মেহনতী স্বল্পসংখ্যক শিক্ষার্থী ভর্তি নিচ্ছি।

তিনি জানান, আমাদের মাদরাসার মোতাওয়াল্লী হিসাবে আছেন ঐতিহ্যবাহী ফরিদাবাদ বড় মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামীম আল্লামা আব্দুল কুদ্দুস। শিক্ষা সচিব হিসাবে আছেন ঐতিহ্যবাহী ফরিদাবাদ বড় মাদরাসার সিনিয়র মুদাররিস মুফতী মোল্লা আব্দুল মোমিন আযহারী।

মাদরাসার পাঠ্য সিলেবাস প্রসঙ্গে প্রিন্সিপাল মুফতী মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদী জানান,

প্লে

বাংলা, অংক, ইংলিশ, সাধারণ জ্ঞান, wond book, কায়দায় বিসমিল্লাহ, এসো ইসলাম শিখি, এসো কুরআন শিখি

নার্সারি

বাংলা, অংক, ইংলিশ, সাধারণ জ্ঞান, Wond book, নাজেরায়ে বিসমিল্লাহ, এসো ইসলাম শিখি, এসো কুরআন শিখি

ওয়ান

বাংলা, অংক, ইলিশ, সাধারণ জ্ঞান, Word book, কুরআন মাজীদ, এসো ইসলাম শিখি, এসো কুরআন শিখি, ১০ পারা নাজেরা

দ্বিতীয় শ্রেণী

বাংলা, অংক, ইংলিশ, সাধারণ জ্ঞান, Wond book, কুরআন মাজীদ, এসো ইসলাম শিখি, কুরআন শিখি, দশ পারা নাজেরা

তৃতীয় শ্রেণী

বাংলা, অংক, ইংলিশ, উর্দু কায়দা, কুরআন মাজীদ,  ১০ পারা নাজেরা, এসো আরবী শিখি (১ম খন্ড) এর প্রথম পাঠের শব্দার্থ।

চতুর্থ শ্রেণী

বাংলা, অংক, ইংলিশ, এসো আরবী শিখি ১ম খণ্ডের ২য় ও ৩য় পাঠের শব্দার্থ, কুরআন মজীদ, উর্দু পহেলী, ৩০ পারা নাজেরা, ইতিহাস।

পঞ্চম শ্রেণী

বাংলা, অংক, ইংলিশ, এসো আরবী শিখি ১ম খণ্ড, কুরআন মাজীদ নাজেরা, তালীমুল ইসলাম ১ম ও ২য় খণ্ড, নির্বাচিত সূরা মুখস্থ করণ।

ভর্তি ও প্রয়োজনীয় যোগাযোগ :

দারুল উলূম শাফিকিয়া মাদরাসা

৩/১ ঠাকুরদাস লেন, বার্নিয়ানগর, সূত্রাপুর, ঢাকা-১১০০। মোবাইল : 01946799806

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ