শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

উজানী মাহফিলের ১ম দিন; যেভাবে অতিবাহিত হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল। ছবি: প্রতিবেদক

তানযিল হাছান
বিশেষ প্রতিবেদক, উজানী থেকে

বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসা। ১৯০১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ মাদরাসার উদ্যোগে ধারাবাহিক প্রতি বছরই দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের বার্ষিক মাহফিল ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৪ ইংরেজি, রোজ: বৃহস্পতি ও শুক্রবার।

উজানী ময়দানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ সকাল ১০ টা থেকে আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হয়েছে।

বরাবরের মতো এবারও মাহফিল পরিচালিত হচ্ছে উজানী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আবদুর রহমানের গাম্ভীর্যপূর্ণ ও ভরাট কন্ঠে।

আজকে বয়ান পেশ করেন আল্লামা নূরুল হক- বটগ্রাম কুমিল্লা, উজানী পীর হযরত মাওলানা আশেক এলাহী,  মুফতি নোমান ইবনে মদীনা হুজুর, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা উবাইদুর রহমান হুজাইফি সহ আরো অনেক ওলামায়ে কেরাম। উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

উজানী মাদরাসার মুহাদ্দিস মাওলানা নোমান আহমদ জানিয়েছেন, সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করতে সুবিশাল সামিয়ানা প্রস্তুত, পর্যাপ্ত অজু ইস্তেঞ্জার ব্যাবস্থাপনা, মুসুল্লিদের খাবারের জন্য মাদরাসার পক্ষ থেকে বিশাল আকারের ৬টি হোটেল (বিরিয়ানি, গোস্ত ভাত ও ডাল ভাত) এবং শৃঙ্খলা রক্ষার কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রয়েছে।

এদিকে উজানী ক্বারী ইব্রাহীম রহ. সমাজকল্যাণ সংগঠনের ব্যবস্থাপনায়, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রাথমিক ঔষধ বিতরণ উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া আরো বিভিন্ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আগত মুসল্লিদের জন্য নানা সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শত বছরের ঐতিহ্যবাহী এ উজানী মাহফিল ঘিরে উজানী ও তার আশপাশের ব্যাপক এলাকাজুড়ে এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন একটি গ্রামের নাম উজানী। এ গ্রামেই অবস্থিত বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসা।

আগামীকাল ২য় দিন সারারাত ব্যাপী মাহফিল চলবে। পরদিন ২৮ ডিসেম্বর শনিবার বাদ ফজর মাহফিলে আগত লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্যে হেদায়েতী বয়ান ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের উজানী মাহফিল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ