শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

উত্তরার জামিয়াতুস সালাম আল-আরাবিয়া মাদানী নেসাবে ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়াতুস সালাম আল-আরাবিয়া, উত্তরা, ঢাকা মাদানি নেসাবের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান৷ বাইতুস সালাম মাদরাসার সাবেক অভিজ্ঞ ও প্রাজ্ঞ উস্তাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত এ মাদরাসা।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ হতে এক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মক্তব, নাজেরা, হিফজখানা এবং প্রথম বর্ষ থেকে জালালাইন পর্যন্ত প্রতি জামাতেই ছাত্র ভর্তি করা হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ভর্তি ফি রাখা হয়েছে ৪৫০০ টাকা ও মাসিক প্রদেয় ৪৫০০ টাকা।

মাদরাসাটির উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন (১) মুফতি আব্দুল হাই (সাবেক মুহতামিম, বাইতুস সালাম মাদরাসা), (২) মাওলানা আশরাফ আলী, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাযুল ইলমী ওয়াদ দাওয়া, (৩) মাওলানা আরীফ হক্কানী, বিভাগীয় প্রধান মাদানী নেসাব দারুল উলুম আজমপু উত্তরা, (৪) মাওলানা মুনীরুজ্জামান, প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসাতুল ইহসান আল আরাবিয়্যাহ।

পরিচালনা পরিষদের মধ্যে রয়েছেন (১) মাওলানা রহমতুল্লাহ-০১৯১৩৮২৮৩১১ (২) মাওলানা বশীর আহমদ-০১৯১৫১৫০৩১২ (৩) মাওলানা ইবরাহীম-০১৯১৫৫৭৬১৮৪ (৪) মাওলানা মুহিব্বুল্লাহ-০১৯২৬৬০০৯৫৯ (৫) মাওলানা মুহাম্মদ-০১৯৮৮১৬৫০২৫ (৬) মাওলানা তরিকুল ইসলাম-০১৭৩৮৬২৬৯২৫, (৭) মাওলানা জহিরুল ইসলাম-০১৮২৯৮৯৬৮০১

ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে: 0 1715-818794, 01844943440

ঠিকানা ও যোগাযোগ নাম্বার : বাড়ি ৪৮, রোড, ০১, ব্লক : এ, ফুলবাড়িয়া, তুরাগ, উত্তরা, ঢাকা ৷ মুঠোফোন- ০১৯১৩-৮২৮৩১১, ০১৮৫ ৫৯৮৯৪৩৪, ০১৯১৫-১৫০৩১২, ০১৭৩৮৬২৬৯২৫, ০১৯৮৮১৬৫০২৫, ০১৯১৫৫৭৬১৮৪।

যাতায়াত : উত্তরা আব্দুল্লাহপুর (সুইচগেইট) অথবা হাউজবিল্ডিং (যমযম টাওয়ার) থেকে রিকসায় ১০ নং সেক্টর নতুন ব্রীজ হয়ে ফুলবাড়িয়া বাজার আমজাদ স্কুল সংলগ্ন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ