পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে কারা আজ শুক্রবার (২৩ মে) জুমার খুতবা দেবেন তা নির্ধারণ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।
এর মধ্যে মসজিদুল হারামে খুতবা দেবেন অন্যতম ইমাম ও খতিব, কাউন্সিল অফ সিনিয়র স্কলারের সদস্য শায়খ ডক্টর বন্দর বালিলা।
শায়খ বালিলা এক রাজকীয় ডিক্রির মাধ্যমে ২০১৩ সালের অক্টোবরে কাবার ইমাম হিসেবে দায়িত্ব পান। পরবর্তী সময়ে তাকে খতিব হিসেবেও নিযুক্ত করা হয়। সুন্দর ও আবেগপূর্ণ কোরআন তেলাওয়াতের জন্য শায়খ বালিলা মুসলিম বিশ্বে সমধিক পরিচিত। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া আইনের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আর মসজিদে নববিতে আজ খুতবা দেবেন অন্যতম ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।
তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদের রাজকীয় আদেশে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মসজিদে নববির খতিব হিসেব নিয়োগ পান। এর আগে ২০১৩ সালে তাকে বাদশাহ আবদুল্লাহ ইমাম হিসেবে নিয়োগ দেন।
এনএইচ/